ওয়ানডেকে বিদায় আফ্রিদির
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। রবিবারের এক সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেন, ‘ওয়ানডে থেকে অবসর নিয়ে টি-টোয়েন্টিতে মনোযোগ দিতে চাই। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকব।
আগামী টি-টোয়েন্টি হবে ২০১৬তে। ভারতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে আফ্রিদির নাম ঘোষণা করেছে।৩৪ বছর বয়সী আফ্রিদি এখন পর্যন্ত ৩৮৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। বিপরীতে টেস্ট খেলেছেন মাত্র ২৭টি। টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন ৭৭ বার।১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি হাঁকান আফ্রিদি। দীর্ঘদিন রেকর্ডটি অক্ষুণ্ণ ছিল। এবছর নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন সেটা ভেঙে দিয়েছেন।