২-২ গোলে ড্র লিভারপুল ম্যাচ
৪৫তম মিনিটে জর্ডান হেন্ডারসনের লম্বা পাস ধরে আর্সেনালের গোলরক্ষককে পরাস্ত করেন কৌচিনিয়ো। ব্রাজিলের এই মিডফিল্ডারের নেয়া কোনাকুনি শট অতিথিদের ডান গোলবারের ভেতরের কানায় লেগে জালে জড়ায়।লিভারপুলের গোলের রেশ কাটতে না কাটতেই সমতায় ফেরে আর্সেনাল।
বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে গোলটি করেন ম্যাথিউ দেবুসি। ফ্রান্সের এই ডিফেন্ডারের হেড থেকে বল লিভারপুলের এক ফুটবলারের মাথায় লেগে জালে ঢুকে।৬৫তম মিনিটে আর্সেন ভেঙ্গারের দলকে আর হতাশ হতে হয়নি। কাসোরলার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাঁ-পায়ের শটে লিভারপুল গোলরক্ষককে পরাস্ত করেন ফ্রান্সের ফরোয়ার্ড জিরুদ।পিছিয়ে পড়া লিভারপুল ঘুরে দাঁড়াতে মরিয়া হয়েই আক্রমণ করে।ম্যাচে নয় মিনিট যোগ করা হলে সমতা আনার সুযোগ পাওয়া লিভারপুল বিপদে পড়ে যায় ১০ জনের দলে পরিণত হয়ে। ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন দলটির ইতালিয়ান স্ট্রাইকার বোরিনি।তবে আক্রমণে গতি কমায়নি স্বাগতিকরা। যোগ করা সময়ের সপ্তম মিনিটে অ্যাডাম লালানার কর্নার থেকে নিখুঁত হেডে পয়েন্ট খোয়ানোর হাত থেকে দলকে বাঁচিয়ে দেন স্কারটেল।১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে লিভারপুল।