বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদকঃ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির দুই গ্রুপের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।জানা গেছে, আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লালবাগ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।পুলিশ জানিয়েছে, ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কোন গ্রুপের কয়জনকে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।পল্টন থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন, এই ধাওয়া-পাল্টা ধাওয়ার নেপথ্যে রয়েছে পিন্টু এবং আজমের গ্রুপ।
Posted in: জাতীয়