খালেদার জনসভায় সংঘর্ষের শঙ্কা
নিজস্ব প্রতিবেদকঃ ২৭ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গাজীপুর যাচ্ছেন। গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপি আহূত জনসভায় বক্তৃতা রাখবেন তিনি।বিএনপি চেয়ারপার্সনের আগমন উপলক্ষ্যে বেশ উজ্জীবিত গাজীপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ।ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা জেগে উঠেছে।জনসভাকে সফল করতে জেলা-উপজেলা, পৌরসভা, গ্রাম-গঞ্জের তৃণমূল পর্যায়ে ব্যাপক কর্মসূচি ও প্রস্ততি নিচ্ছে বিএনপি।এদিকে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া ক্ষমা না চাইলে কিংবা দল থেকে তাকে বহিষ্কার না করলে গাজীপুরে ২৭ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভা প্রতিহতের ঘোষণা দিয়েছে গাজীপুর জেলা ও মহানগর ছাত্রলীগ
। তারা ওই দিন একই মাঠে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ ওই কর্মসূচি ঘোষণা করে।গাজীপুর মহানগর ছাত্রলীগসূত্রে জানা গেছে, ২৭ ডিসেম্বরের পূর্বে যদি তারেক রহমানের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ওইদিন তারা মহানগরে বিশাল শোডাউন করবে।তবে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছাত্রলীগের এমন কর্মসূচির প্রতিক্রিয়ায় জানান, জনসভা করা তাদের রাজনৈতিক অধিকার। তারা আশাবাদী দেশে অন্যান্য জেলায় বিএনপির জনসভার মতো আগামী ২৭ ডিসেম্বরে গাজীপুরের জনসভাও সফল হবে। এজন্য তিনি সব রাজনৈতিক দল ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।পূর্ব ঘোষিত বিএনপির জনসভা সফল করতে মরিয়া জেলা বিএনপি। যে কোন উপায়ে জনসভা সফল করতে প্রস্তুত বলে জানিয়েছেন জেলা বিএনপি।এদিকে ছাত্রলীগও একই দিনে জনসভাস্থলে কমূসূচি ডাকায় দু’দলের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে জানান জেলা রাজনৈতিক বিশ্লেষকরা।