বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র সরকারের
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) দায়ের করা জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচার বিভাগের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হতাশার কথা ব্যক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, সারা দেশে হাজার হাজার মামলা আদালতে পড়ে আছে। এতে সরকারের কিছু যায় আসে না। কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার বিচারকাজ দ্রুত শেষ করার চক্রান্ত করছে। কারণ তারা বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র করছে।
দুদকের মামলা দুইটি প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, মামলাগুলো আইনিভাবে লড়বে বিএনপি, একই সাথে রাজপথেও আন্দোলন করে সরকারকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। এজন্য খুব শিগগির কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য ক্ষমতাসীনরা তার বিরুদ্ধে সারা দেশে ২৪টি ভিত্তিহীন মামলা দায়ের করেছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।