বলার কিছু নেই,আমরা বিচারে বিশ্বাসী:এরশাদ
নিজস্ব প্রতিবেদকঃ মানবতাবিরোধী অপরাধের দায়ে জাতীয় পার্টির সাবেক নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারকে ফাঁসির দণ্ডাদেশ দেয়ার প্রতিক্রিয়ায় এরশাদ বলেছেন, বলার কিছু নেই। আমরা বিচারে বিশ্বাসী।
মুক্তিযুদ্ধ চলাকালে নিজের নামে ‘কায়সার বাহিনী’ নামে পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী গঠন করে যুদ্ধাপরাধ সংঘটনকারী হবিগঞ্জ মহকুমার এ রাজাকার কমান্ডারের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, নির্যাতন, আটক, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও লুণ্ঠন এবং ষড়যন্ত্রের ১৬টি অভিযোগের মধ্যে ১৪টিই প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২।
Posted in: বিবিধ