পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা
সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৫৭ পয়েন্টে।এ সময়ে লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪৫ কোটি ২৫ লাখ ১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডর ইউনিটঅপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯০৭০ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৮৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির। লেনদেন হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৪২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।