রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে পৌষমেলা
ডেস্ক রিপোর্টঃ রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে পৌষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন আজ। প্রতিবছরের মতো এবারও মেলার আগে নিজের বাড়িতে চলে এসেছেন পাঠভবনের প্রাক্তনী নোবেল জয়ী অধ্যাপক অমর্ত্য সেন। সোমবার শান্তিনিকেতন এক্সপ্রেসে বোলপুরে পৌঁছেন তিনি। থাকবেন বেশ কয়েক দিন। ২৬ ডিসেম্বর বিশ্বভারতীর রবীন্দ্র গবেষণা কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। এই সফরে প্রতীচী ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠানেও যোগ দেবেন
।
মেলায় এবার তার ছবি দিয়ে প্রদর্শনী করছে বৈদ্যবাটী উৎসব ও মেলা কমিটি। ওই প্রদর্শনীতে অবশ্য ভারতের আরও সাতজন নোবেলজয়ীও থাকছেন।
আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন আজ মঙ্গলবার হলেও সোমবার বিকেলেই মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মন্ডলকে সঙ্গে নিয়ে মৎস্য দপ্তরের স্টলের উদ্বোধন করে জানিয়ে দেন, এবার পৌষমেলায় বাজার থেকে ২০ শতাংশ কম দামে মাছ বিক্রি করা হবে।
আর পাঁচটা মেলা থেকে এখনও শান্তিনিকেতনের এই মেলা স্বতন্ত্র। একদিকে আধুনিকতা, অন্যদিকে ঐতিহ্য। মেলার মাঠকে প্রচারক্ষেত্র হিসেবে ব্যবহার করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও চকচকে স্টল খুলেছে ভারতীয় অনেক নামি-দামি প্রতিষ্ঠান। অন্য
দিকে, বাউল ফকিরের দলও চেনা সুর তুলে জানান দিচ্ছেন তাদের উপস্থিতি।
বিভিন্ন স্থান থেকে হস্তশিল্পী থেকে পটশিল্পীরাও হাজির। হস্তশিল্পীদের এখানে রয়েছে বিশেষ অগ্রাধিকার। হস্তশিল্পীদের জায়গার ভাড়া, আলো, জল– সব খরচ মওকুফ করা হয়েছে। মেলায় রয়েছে দু’হাজারেরও বেশি স্টল চব্বিশ ঘণ্টা মেলায় নজরদারি চালাচ্ছে ক্লোজ সার্কিট টিভি। মেলার ভেতরে সাদা পোশাকে পর্যটক সেজে ঘুরছে পুলিশ।
তথ্যসূত্র : আজকাল