ঝাড়খন্ডে এগিয়ে বিজেপি
ঝাড়খন্ডে সাতটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এ রাজ্যের মোট ৮১টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৩টি আসনের ভোট গণনা সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে ১৫টিতে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপি। পাঁচটিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, দুটিতে কংগ্রেস এবং জেভিএম একটি আসনে এগিয়ে রয়েছে।
এদিকে জম্মু-কাশ্মীরে পাঁচ দফায় রেকর্ড ভোটদানের পর এবার ভোটগণনায় কী ফল আসে সেদিকে নজর সবার। সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনা। মোট ৮৭টি আসনের মধ্যে ১৭টি আসনের ভোট গণনা সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে পিডিপি এগিয়ে রয়েছে সাতটিতে, বিজেপি চারটি, ন্যাশনাল কনফারেন্স চারটি এবং অন্যান্য দল তিনটি আসনে এগিয়ে রয়েছে।ঝাড়খন্ডে মোট এক হাজার ১৩৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজই। দুটি আসনে ভোটে লড়ছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এছাড়াও ময়দানে রয়েছেন অর্জুন মুন্ডা, মধু কোড়া, বাবুলাল মারান্ডির মতো প্রাক্তন মুখ্যমন্ত্রীরাও।একাধিক বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, এবার ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি। সেক্ষেত্রে শাসক জেএমএমের ফল কী হয়, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।অন্যদিকে, জম্মু-কাশ্মীরে ৮৭ আসনের বিধানসভায় প্রবেশাধিকার পেতে ময়দানে ছিলেন ৮২১ জন প্রার্থী। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা লড়েছেন দুটি আসনে।বিভিন্ন বুথফেরত সমীক্ষা অনুযায়ী, জম্মু-কাশ্মীরে ত্রিশঙ্কু ফলের সম্ভাবনা রয়েছে। সর্বাধিক আসন পেতে পারে পিডিপি। দ্বিতীয় স্থানে থাকার সম্ভাবনা বিজেপির। সমীক্ষার ফল বলছে, ক্ষমতা ধরে রাখতে পারবে না ওমর আবদুল্লা। ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে রাজ্যজুড়ে।