বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মসজিদকে জাদুঘরে রূপান্তরিত

মসজিদকে জাদুঘরে রূপান্তরিত 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  একটি ঐতিহাসিক মসজিদকে জাদুঘরে রূপান্তরিত করেছে ইসরাইল। স্থানীয় প্রায় ১০ হাজার মুসলমানের নামাজের কোনো জায়গা না থাকলেও ওই মসজিদটিকে জাদুঘর হিসেবে প্রচার চালাচ্ছে ইসরাইল।

আরবস ৪৮ ডটকম স্থানীয়দের বরাত দিয়ে এক রিপোর্টে জানিয়েছে, ইসরাইলি কতৃপক্ষ বির আল-সাবে গ্রান্ড মসজিদকে ইসলামি সাংস্কৃতিক জাদুঘর বানিয়েছে। যদিও ওই এলাকায় মুসলমানদের দৈনন্দিন প্রার্থনার কোনো জায়গা নেই

jadu

১৯০৬ সালে অটোমান শাসনামলে মসজিদটি তৈরি করা হয়েছিল। ১৯৪৮ সালে ফিলিস্তিনি নাকবার সময় এটিকে হাজতখানা হিসেবে ব্যবহার করা হয়। পরবর্তীতে এটি ম্যাজিস্ট্রেট আদালতে রূপান্তিরিত হয়। ১৯৫৩ সালে এটিকে জাদুঘর বানানো হয়। ১৯৯২ সালে জীর্ণশীর্ণ হয়ে পড়লে মসজিদটি বন্ধ করে দেয়া হয়।

বির আল-সাবে ওই এলাকার একমাত্র মসজিদ।

দীর্ঘদিন ধরে মুসলমানরা মসজিদটি খুলে দেয়ার দাবি জানিয়ে আসছেন। তারা বলছেন, অন্তত জুমআর নামাজের জন্য হলেও সেটি যেন খুলে দেয়া হয়। ২০১৫ সালের জুন নাগাদ জাদুঘরের প্রদর্শনী শুরু হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone