আফ্রিদিকে কারণ দর্শানোর নোটিশ
স্পোর্টস ডেস্কঃ সদ্যই পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে তাকে। টি-টোয়েন্টিতে মনোযোগ বাড়ানোর জন্য তিনিও ঘোষণা দিয়েছেন, আর ওয়ানডে খেলবেন না। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজেও তার ব্যাট ভালোই কথা বলেছে। তাই আফ্রিদির দিন খারাপ যাচ্ছে এ কথা বলার উপায় নেই। তবে হঠাৎ করে কিছুটা ‘কালোর কষ্ট’ তাকে পেত হচ্ছে। আফ্রিদিসহ আরো ৫জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পিসিবি(পাকিস্তান ক্রিকেট বোর্ড)। বোর্ডকে না জানিয়ে বিজ্ঞপানে অংশ নেওয়ায় এই নোটিশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
নোটিশপ্রাপ্ত অন্য খেলোয়াড়রা হলেন-ইরফান, ওয়াহেব রিয়াজ, আনোয়ার আলী এবং ফাহাদ আলম।দেশটির বোর্ড সূত্রে জানা গেছে, অভিযুক্ত খেলোয়াড়রা বোর্ডের অনুমতি না নিয়ে ‘হায়ার’এর বিজ্ঞাপনে অংশ নেন। এই প্রতিষ্ঠানটি আবার পাকিস্তানের পরবর্তী হোম সিরিজের স্পনসর।বোর্ডের দাবি, ‘হায়ার’ কেবলমাত্র সিরিজের স্পনসর। কোনো খেলোয়াড় এদের সঙ্গে কাজ করবে-এমন কোনো শর্ত ছিল না। অভিযুক্তদের পরিষ্কার করতে হবে, কেন তারা অনুমতি ছাড়া প্রতিষ্ঠানের পণ্যের প্রচারে অংশ নিলেন।পিসিবি আরো জানিয়েছে, আগামী সাত দিন তাদের ব্যাখ্যার জন্য অপেক্ষা করা হবে। তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Posted in: খেলা