‘হ্যাপি হলিডে’ উইশ করলো গুগল
প্রযুক্তি ডেস্কঃ ২৩ ডিসেম্বর কে হলিডে সিজনের প্রথম দিন বলা হয়ে থাকে। ক্রিসমাস এবং নতুন বছর এই দুই উপলক্ষে হলিডে সিজন শুরু হয়।
গুগল এই উপলক্ষে নিয়ে এল রঙিন ডুডল এবং সবাইকে ‘হ্যাপি হলিডে’ উইশ করলো। ডুডলে দেখা যাচ্ছে তুষারপাতের মধ্যে একটি বল্গাহরিণ বাচ্চাদের নিয়ে গাড়ী টেনে নিয়ে যাচ্ছে। যা শিশুদের সঙ্গে কৌতুক করার জন্য করা হয়েছে।
উল্লেখ্য, গুগল যেকোনো উপলক্ষে তার ডুডল পরিবর্তন করে থাকে।
Posted in: প্রযুক্তি