বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » স্ত্রী স্বাগত, গার্লফ্রেন্ড নয়

স্ত্রী স্বাগত, গার্লফ্রেন্ড নয় 

স্পোর্টস ডেস্কঃ    স্ত্রী স্বাগত, গার্লফ্রেন্ড নয়। অস্ট্রেলিয়া সফররত ভারতীয় দলের ক্রিকেটার জন্য এমনই বিধি বোর্ড চালু করেছে। আসলে এবিষয়ে বোর্ড আগের অবস্থানেই অনড় রয়েছে বলে জানা গেছে। টিম হোটেলে কোনও ক্রিকেটারই তাঁর গার্লফ্রেন্ডকে রাখার সুযোগ পাবেন না বলে জানা গেছে।wife
সিরিজে টানা দুটি টেস্টে হারের পর ক্রিকেটারদের তাঁদের স্ত্রীদের সঙ্গে সময় কাটানোর অনুমতি দেওয়া হয়েছে। ক্রিকেটারদের মানসিকভাবে তরতাজা রাখতেই বিসিসিআই এই অনুমতি দিয়েছে। তবে টিম হোটেলে কোনওভাবেই থাকতে পারবেন না ক্রিকেটারদের গার্লফ্রেন্ডরা। যদিও আনুষ্ঠানিকভাবে এমন কোনও নির্দেশ জারি করেনি বোর্ড।
তবে বোর্ডের বিভিন্ন কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা আর কোনওভাবেই বিতর্ক বাড়াতে চান না। অনুশীলনের জন্য দেওয়া পিচ নিয়ে অসন্তোষ ব্যক্ত করে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছে অস্ট্রেলিয়া সফরকারী ভারতীয় দল। এমনকি, ব্রিসবেনের গাব্বায় টেস্ট চলার সময় নিরামিশ খাবার না পেয়ে স্টেডিয়ামের বাইরে চলে গিয়েছিলেন ইশান্ত শর্মা।
সব দিক বিবেচনা করে বোর্ড ক্রিকেটারদের দীর্ঘ বিদেশ সফরে স্ত্রীদের সঙ্গে রাখতে বলেছে। বোর্ডের এক পদস্থ কর্তা জানিয়েছেন, খেলোয়াড়াদের বিদেশ সফরের সময় দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হয়। তাই এই সময়ে, বিশেষত, যখন উত্সবের মরশুম চলছে, তখন স্ত্রীরা পাশে থাকলে ক্রিকেটাররা তরতাজা থাকতে পারেন।
উল্লেখ্য, ইংল্যান্ড সফরের সময় বিরাট কোহলির সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী অনুষ্কা শর্মা, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। জানা গিয়েছিল, বিরাটকে এ ব্যাপারে বোর্ড অনুমতি দিয়েছিল।
সম্ভবত বিতর্কের সম্ভাবনা এড়াতে বান্ধবীদের সঙ্গে রাখার অনুমতি না দেওয়ার পুরানো পথেই হাঁটছে বোর্ড।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone