রোনালদো-প্লাতিনি দ্বন্দ্ব নেই
স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অর জিতবেন ন্যুয়ার। এমন কথা বলেছিলেন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। আর তারপর থেকেই রোনালদো-প্লাতিনি দ্বন্দ্বের খবর রটেছে সর্বত্র। কিন্তু উয়েফার মুখপাত্র পেদ্রো পিন্টো জানালেন এর সবটাই গুজব। পেদ্রো পিন্টো বলেন, ‘তাদের মধ্যে কখনই কোন সমস্যা ছিল না।’ ক্লাব বিশ্বকাপ জয়ের পর রোনাদো পুরস্কার গ্রহণ করার সময় বাক্য বিনিময় না করে এড়িয়ে যান প্লাতিনিকে। আর তাতেই এই গুজব আর চড়াও হয়।
কিন্তু পিন্টো জানালেন ভিন্ন কথা। তিনি জানালেন, ‘এসময় তারা শুভেচ্ছা বিনিময় করেছেন। কিন্তু কার্লো আনচেলত্তির সঙ্গে বাক্য বিনিময় করছিলেন প্লাতিনি। তাই স্বাবাবিকভাবেই রোনালদোর তার সঙ্গে তখন কথা বলার সুযোগ ছিল না।’ আর তাতেই দ্বন্দ্বের বিষয়ে আরও বেশি করে ‘মসলাদার’ সংবাদ প্রকাশ করেছে ইউরোপীয় মিডিয়াগুলো।
পেদ্রো পিন্টো আরও বলেন, ‘অন্তত আমাদের পক্ষ থেকে আমরা জানাতে পারি যে, এ নিয়ে কোন বিতর্ক নেই। প্লাতিনি জানিয়েছেন মাঝে মাঝে লোকজনের এমন অর্থহীন বিশ্বাস তাকে কষ্ট দেয়। রোনালদোকে তিনি পছন্দ করেন এটা বিশ্বাসই করতে চায় না লোকজন।’
১২ জানুয়ারি ব্যালন ডি’অরের ফলাফল ঘোষণা করা হবে। আর তাতে জার্মান গোলরক্ষক ন্যুয়ারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন রোনালদো ও মেসি।