সানিকে কাছ থেকে জানার সুযোগ পেলেন ১০০ জন
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী ও সাবেক অ্যাডাল্ট তারকা সানি লিওনের সঙ্গে ডেট করার সুযোগ পেলেন ১০০ জন ভাগ্যবান পুরুষ। ম্যানকাইন্ড ফার্মা অ্যাডিকশন ডিও প্রতিযোগিতায় জিতে তারা এ সুযোগ পেয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ম্যানকাইন্ড ফার্মা অ্যাডিকশন তাদের দু ধরনের ডিওড্রেন্ট নিয়ে তিন
মাসব্যাপী একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই প্রতিযোগিতার পুরস্কার ছিল ১০০ জন ভাগ্যবান বিজয়ী সানি লিওনের সঙ্গে সময় কাটাতে পারবেন, নৈশভোজ করবেন এবং তাকে আরও কাছে থেকে জানার সুযোগ পাবেন। ৩ মাস ব্যাপী এই প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে। সেখান থেকেই নির্বাচন করা হয় ১০০ জন ভাগ্যবানকে।
জানা গেছে, এই প্রতিযোগিতার বিষয়ে সানিও যথেষ্ট উত্তেজিত। এই ধরনের সাহসী, স্মার্ট যুবকদের সঙ্গে ডেট করার সুযোগ পেয়ে তিনিও খুশি, জানিয়েছেন সানি । এ ছাড়া ম্যানকাইন্ড ও ম্যানফোর্স ব্র্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা তার যথেষ্ট ভালো ছিল বলেও উল্লেখ করেন বলিউডের বর্তমান সময়ের এই আলোচিত তারকা।