খালেদার জনসভাস্থলে গুলি ও ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের মাঠ দখল করে সভা করার প্রস্তুতি নিতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এসময় গুলি ও ককটেল বিস্ফোরনের মাধ্যমে ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
উভয়পক্ষ ঘটনাস্থলে অবস্থান নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।এ ব্যাপারে গাজীপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন জানান, ২০ দলীয় জোটের লোকজন এ পরিস্থিতি সৃষ্টি করে আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছেন।এদিকে গাজীপুর জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার জানান, ছাত্রলীগের একটি গ্রুপ মোটরসাইকেল মিছিল করে জনসভাস্থলে টানানো সব প্রচার সামগ্রী ছিঁড়ে ফেলে আগুন ধরিয়ে দেয়।