যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সামনে বিএনপির মানববন্ধন
প্রবাস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সামনে মানববন্ধন করেছেন বিএনপির প্রবাসী নেতা-কর্মীরা।বাংলাদেশে সব দলের অংশগ্রহণে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে চাপ দেওয়ার আহ্বান জানিয়ে সোমবার বিকালের এই কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাহবুবউদ্দিন খোকনও অংশ নেন। কর্মসূচির পর তারা পররাষ্ট্র দপ্তরে একটি স্মারকলিপি দেন।মানববন্ধনে বক্তব্যে খোকন বলেন, “বাংলাদেশে এখন গণতন্ত্রের নাম-নিশানা নেই। গণতন্ত্রের নামে চলছে ব্যক্তিতান্ত্রিক শাসন। এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার কাছে সারাদেশ জিম্মি।”মানববন্ধনে বক্তারা সব দলের অংশগ্রহণে নতুন নির্বাচনের জন্য বাংলাদেশ সরকারকে চাপ দিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনাও করেন তারা।এই কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, প্রবাসী নেতা মোহাম্মদউল্লাহ মামুন, গোলাম ফারুক শাহীন, কাজী আজম, শরাফত হোসেন বাবু, জিল্লুর রহমান, জসীম ভূইয়া, খালেক আকন্দ, হেলালউদ্দিন, বিলাল উদ্দিন, আবু সাঈদ আহমেদ, জসীমউদ্দিন, মিজানুর রহমান, শাহ মোজাম্মেল নান্টু প্রমুখ।এদিকে রোববার রাতে ফ্লোরিডার ফোর্ট লডারডেল সিটির ব্রাওয়ার্ড রিজিওনাল পার্কে বিজয় দিবস উপলক্ষে সমাবেশ করেছে বিএনপি, যাতে তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশে মামলার প্রতিবাদ জানান বক্তারা।ফ্লোরিডায় বসবাসরত ব্যারিস্টার মনির হোসেন কাজলের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, আব্দুর রশিদ খান হারুন, দিনাজ খান, নাজমুল হুদা, ইলিয়াস খান।