সিরিয়ায় সেনাবাহিনীর বিমান হামলায় নিহতঃ১০
ইন্টারন্যাশনাল ডেস্কঃ সিরিয়ায় সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১০ শিশু নিহত হয়েছে। দেশটির রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী একটি এবং ইদলিব প্রদেশের একটি স্কুলে বিমান হামলা চালালে তারা মারা যায়।সূত্র: আলজাজিরা
মঙ্গলবার সিরিয়ার যুদ্ধবিমান ইদলিব প্রদেশের সাফোহান শহরের একটি স্কুলে ব্যারেল বোমা নিক্ষেপ করে। এতে ৭ শিশু নিহত হয়। এ ছাড়া সরকারবিরোধীদের নিয়ন্ত্রণে থাকা দামেস্কের পার্শ্ববর্তী দুমা শহরের একটি স্কুলে অপর হামলাটি চালানো হয়। এতে তিন শিশুসহ ৫ জন নিহত হয়।
প্রসঙ্গত, এর আগের দিন সোমবারও একটি স্কুলবাসে হামলা চালায় সেনাবাহিনী। ওই হামলায় চার শিশু নিহত ও ১০ জন আহত হয়। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, শিশুদের একটি স্কুলবাসে বিমান হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।
সংস্থাটি বলেছে, ওই ঘটনায় যারা হতাহত হয়েছে, তাদের সবার বয়স ১০ বছরের নীচে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি।