মেলবোর্ন রেনেগার্ডসে খেলবেন সাকিব
স্পোর্টস ডেস্ক : অবশেষে বেশ কয়েকদিন অপেক্ষার পর অস্ট্রেলিয়ান ঘরোয়া টি২০ লিগ বিগ ব্যাসে দল নিশ্চিত হলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। মেলবোর্ন রেনেগার্ডসের হয়ে অস্ট্রেলিয়ার এই ঘরোয় আসরটি মাতানোর সুযোগ পাচ্ছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেট তারকা।
আজ (বুধবার) সকালেই ফেসবুক, টুইটারের মাধ্যমে দল নিশ্চিত হওয়ার এই সুসংবাদটি দেন সাকিব আল হাসান নিজেই। সেখানে তিনি জানিয়েছেন, গত দু’তিন দিনই আমি ভক্ত-সমর্থকদের অপেক্ষা করিয়ে রেখেছিলাম এই বলে যে, বিগ ব্যাসে দল নিশ্চিত হলে আমি নিজেই ফেসবুক, টুইটারের মাধ্যমে। জানাব। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো। বিগ ব্যাস থেকে আমাকে জানানো হয়েছে যে, মেলবোর্ন রেনেগার্ডসের হয়েই এই মৌসুমে খেলবো আমি।’বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাসে খেলা বড় ধরনের উপকারে আসবে বলেও জানান সাকিব। তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আগামী বিশ্বকাপের আগে বিগ ব্যাসে খেলাটা আমার জন্য এবং দলের জন্যও বেশ উপকার বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। বিশ্বকাপের জন্য এটা হবে অনেক বড় প্রস্তুতি।’বিগ ব্যাস এবং বিশ্বকাপে ভালো করার জন্য ভক্ত-সমর্থক এবং দেশবাসির কাছে দোয়াও চেয়েছেন সাকিব। তিনি বলেন, ‘সবার কাছে দোয়া চাই, যাতে আমি সেরা পারফরম্যান্সই করতে পারি। আপনাদের দোয়া ও সমর্থন এ ক্ষেত্রে আমার বড় পাথেয় হিসেবে কাজ করবে।’বিগ ব্যাসে সাকিবের খেলার খবরটি নিশ্চিত করেছে তার দল মেলবোর্ন রেনেগার্ডসও। দলটির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘আইসিসির সেরা টি২০ অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান বিগ ব্যাসের দ্বিতীয়ার্ধে খেলতে মেলবোর্ন রেনেগার্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি বিগ ব্যাসে শেষ চারটি ম্যাচের জন্য দলে থাকবেন।’ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাওয়ায় বিগ ব্যাশে খেলছেন না। মূলতঃ রাসেলের জায়গায় সাকিবকে নিয়েছে মেলবোর্ন।মেলবোর্ন রেনেগার্ডসের প্রধান কোচ সিমন হেলমোট ভূয়সী প্রশংসা করলেন সাকিবের। বললেন, ‘জানুয়ারিতে আমাদের দলের জন্য সাকিব যথার্থ। দলে তাকে পেতে আমরা উন্মুখ। তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে এই অলরাউন্ডারের। চাপের মধ্যেও মাথা ঠান্ডা করে খেলতে পারে।’
বিগব্যাসে সাকিবের হয়তো সুযোগ মিলবে ৭ জানুয়ারি হোবার্ট হারিকেনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে।বিগব্যাসে খেলতে গেলে একেবারেই বিশ্বকাপের জন্যও অস্ট্রেলিয়ায় চলে যাবেন তিনি। কারণ, জানুয়ারিতেই বাংলাদেশ দল বিশ্বকাপের প্রস্তুতির জন্য আগাম অস্ট্রেলিয়া চলে যাবে। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।ইতিমধ্যে বিগ ব্যাস লিগ শুরু হয়ে গেছে। সাকিবের নতুন দল মেলবোর্ন রেনেগার্ডস প্রথম ম্যাচেই সিডনি সিক্সার্সের কাছে ৮ উইকেটে হেরে বসে আছে। এর আগে গত মৌসুমে বিগব্যাসে সাকিব খেলেছিলেন এডিলেড স্ট্রাইকার্সরে হয়ে।