শিশুসাহিত্যিক এখলাসউদ্দিন আহমদ আর নেই
ডেস্ক রিপোর্টঃ বিশিষ্ট শিশুসাহিত্যিক এখলাসউদ্দিন আহমদ আর নেই। বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। এখলাসউদ্দিন মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে প্রায় একমাস ধরে হাসপাতালে ছিলেন। কয়েকদিন আগে তার অবস্থার অবনতি হয়।
এখলাসউদ্দিন আহমদ ১৯৪০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।শিশুসাহিত্যে অবদানের জন্য ২০০০ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।এছাড়া ১৯৬২ সালে পশ্চিমবঙ্গ যুব উৎসব পুরস্কার, ১৯৭১ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৮৩ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৮৬ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ১৯৯৯ সালে শিশু একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি।তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘হঠাৎ রাজার খামখেয়ালী’; ‘কাটুম কুটুম’; ‘ছোট্ট রঙিন পাখি’ ইত্যাদি।