কান্নায় ভেঙে পড়লেন সেলনা গোমেজ
বিনোদন ডেস্কঃ সম্প্রতি টেলর সুইফটের জন্মদিনের পার্টি এক সঙ্গে সেলিব্রেট করতে সেখানে উপস্থিত ছিলেন সেলনা গোমেজ ও তাঁর প্রেমিক জাস্টিন বিবার। একসঙ্গে একই পার্টিতে থাকলেও সম্প্রতি হয়ে যাওয়া বিচ্ছেদের কারণে দুজন দুজনের কাছ থেকে অনেকটা আলাদাই ছিলেন সেদিন। সেলেনা বিবারের এই অবহেলার কারণে চিৎকার করে কান্নায় ভেঙে পড়লেন সেখানেই
জানা গেছে, দূরত্ব বজায় রাখলেও সেলেনা বারবারই বিবারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। কিন্তু এ সময় বিবার তার দিকে একবারের জন্যও তাকায়নি। বরং নিজের মতো করে আনন্দে মেতেছিলেন সারাক্ষণ। বিবারের এমন অবহেলা সেলেনা মেনে নিতে পারেনি আর তাতেই নিজের ভিতরের আবেগও কিছুতেই ধরে রাখতে পারেননি তিনি। উপস্থিত সবার সামনে চিৎকার করে কাঁদতে কাঁদতে মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, আমাকে কেউ বোঝে না। বোঝার চেষ্টাও করে না। এমনকি আমার বয়ফ্রেন্ডও না।
এর আগে স্থানীয় একটি রেডিওতে কথোপকথন অনুষ্ঠানে বিবারের প্রসঙ্গে তিনি বলেন, বিবারকে এখনো ভালোবাসি। তার প্রতি আমার এই ভালবাসা সব সময়ই থাকবে। সেলেনার সাম্প্রতিক সময়ের এমন সব বক্তব্যে বোঝা গেছে, জাস্টিন বিবারকে কিছুতেই তিনি ভুলতে পারবেন না। সেলেনা আরও বলেছিলেন, তিনি এখন কারো সঙ্গে প্রেম করছেন না। এমনকি এ মুহূর্তে প্রেম নিয়ে কিছু ভাবছেনও না।