মূর্তির রূপে রোনালদো
স্পোর্টস ডেস্কঃ এবার মূর্তির রূপে ভক্তদের মাঝে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি পর্তুগালের বন্দর নগরী মাদ্রিদে উন্মোচন করা হলো তারকা স্ট্রাইকার রোনালদোর একটি ব্রোঞ্জ মূর্তি। দুই মিটার উচ্চতার মূর্তিটি উন্মোচন করেন রোনালদো নিজেই
৮০০ কেজি ও ২ মিটার উচ্চতার এই মূর্তিতে ফুনচাল বন্দরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হবে বলে মনে করছেন মাদ্রিদ কর্তৃপক্ষ। এছাড়াও পর্তুগালের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে দেয়া হয় প্রাদেশিক সর্বোচ্চ সম্মাননা।জন্মস্থানে ফিরে রোনালদো ঘোষণা করলেন আবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দিতে চান রিয়াল মাদ্রিদকে।তারকা এই স্ট্রাইকারের মুখাবয়বের সাথে মূর্তির মিলের চেয়ে অমিল বেশী থাকায় ক্ষোভ প্রকাশ করেছে আগত দর্শনার্থীরা।