বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মেয়র আরিফ আদালতে আত্মসমর্পণ করছেন

মেয়র আরিফ আদালতে আত্মসমর্পণ করছেন 

সিলেট প্রতিনিধিঃ  হবিগঞ্জের বিচারিক আদালতে আত্মসমর্পণের পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী। আইনজীবীদের পরামর্শে রবিবার সকালে হবিগঞ্জের আদালতে আত্মসমর্পণ করার কথা রয়েছে তার।

নাম প্রকাশ না করার শর্তে আরিফের ঘনিষ্ট এক বিএনপি নেতা  জানান, সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সংশোধিত সম্পূরক চার্জশিট আদালত আমলে নেয়ার পর গত সোমবার সিসিক মেয়র আরিফ আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল। কিন্তু সিনিয়র কয়েকজন আইনজীবীদের পরামর্শে জামিন নামঞ্জুরের আশঙ্কায় তিনি তারিখ পরিবর্তন করেন। রবিবার আদালতে আত্মসমর্পণ করার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  arif

রবিবার সকালে সিলেট থেকে মেয়র আরিফের আস্থাভাজন কয়েকজন সিনিয়র আইনজীবী এবং সাংবাদিকদের একটি বহর হবিগঞ্জ যাবে। পরিস্থিতি অনুকূলে থাকলে এদিন যেকোনো সময় মেয়র আরিফ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করবেন।

প্রসঙ্গত, হবিগঞ্জের আদালতে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিট দাখিলের পর থেকে আত্মগোপনে রয়েছেন বহুল আলোচিত এ মেয়র। গত রবিবার আদালতে কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র গৃহীত হয়। অভিযোগপত্র গৃহীত হওয়ার পর অভিযুক্ত ৩৫জনের মধ্যে মেয়র আরিফুল হক চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone