মেয়র আরিফ আদালতে আত্মসমর্পণ করছেন
নাম প্রকাশ না করার শর্তে আরিফের ঘনিষ্ট এক বিএনপি নেতা জানান, সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সংশোধিত সম্পূরক চার্জশিট আদালত আমলে নেয়ার পর গত সোমবার সিসিক মেয়র আরিফ আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল। কিন্তু সিনিয়র কয়েকজন আইনজীবীদের পরামর্শে জামিন নামঞ্জুরের আশঙ্কায় তিনি তারিখ পরিবর্তন করেন। রবিবার আদালতে আত্মসমর্পণ করার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রবিবার সকালে সিলেট থেকে মেয়র আরিফের আস্থাভাজন কয়েকজন সিনিয়র আইনজীবী এবং সাংবাদিকদের একটি বহর হবিগঞ্জ যাবে। পরিস্থিতি অনুকূলে থাকলে এদিন যেকোনো সময় মেয়র আরিফ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করবেন।
প্রসঙ্গত, হবিগঞ্জের আদালতে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিট দাখিলের পর থেকে আত্মগোপনে রয়েছেন বহুল আলোচিত এ মেয়র। গত রবিবার আদালতে কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র গৃহীত হয়। অভিযোগপত্র গৃহীত হওয়ার পর অভিযুক্ত ৩৫জনের মধ্যে মেয়র আরিফুল হক চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।