আর কোথাও জনসভা করতে পারবেনা খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের আর কোথাও জনসভা করতে পারবেনা বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম শুক্রবার রাত সোয়া দশটার দিকে ফেসবুকের এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানানো হয়।তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘তারেক জিয়া এবং বিএনপি আনুষ্ঠানিকভাবে জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত বেগম জিয়ার সভা-সমাবেশের ক্ষেত্রে আমাদের এমন কর্মসূচি অব্যাহত থাকবে।’নাজমুল তার স্টাটাসে আরও উল্লেখ করেন, ‘শহীদ তাজউদ্দীন আহমেদ ও শহীদ আহসানউল্লাহ মাস্টারের পুণ্যভূমি গাজীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে ঔদ্ধত্যপূর্ণ কটূক্তিকারীদের সমাবেশ প্রতিহত করতে সক্ষম হলো ছাত্রলীগ। জাতির পিতাকে অবমাননাকারী তারেক জিয়া এবং বিএনপি আনুষ্ঠানিকভাবে জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত বেগম জিয়ার সভা-সমাবেশের ক্ষেত্রে আমাদের এমন কর্মসূচি অব্যাহত থাকবে।’