২০১৫ শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণিতে অন্তর্ভুক্ত হচ্ছে দুইটি নতুন বিষয়
ডেস্ক রিপোর্টঃ ২০১৫ শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণিতে আরো দুইটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। এগুলো হচ্ছে_ ‘ক্যারিয়ার শিক্ষা’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’। প্রতিটির জন্য ৫০ নাম্বার করে মান বণ্টন করা হবে। নতুন বিষয় সংযোজনের কারণে ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীরা ১৩শ’ নাম্বারে পরীক্ষা দেবে। চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা ১১শ’ নাম্বারের পরীক্ষায় অংশ নেয়। আর ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীরা ১২শ’ নাম্বারের পরীক্ষায় অংশ নেবে। ওই বছর প্রথমবারের মতো ‘শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা’ বিষয়ে পরীক্ষা নেয়া হবে
।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, আগামী বছর থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা ৮০০ নাম্বারের আবশ্যিক বিষয় পড়বে। এগুলো হচ্ছে_ বাংলা (২০০), ইংরেজি (২০০), গণিত (১০০), ধর্ম ও নৈতিক শিক্ষা (১০০), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৫০), ক্যারিয়ার শিক্ষা (৫০), শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (১০০)। বিষয়ভিত্তিক চারটি বিষয়ে ৪০০ নাম্বার। এক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান/উচ্চতর গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, বিজ্ঞান। মানবিক বিভাগের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি/পৌরনীতি ও নাগরিকতা, বিজ্ঞান। ঐচ্ছিক হিসেবে আরো একটি বিষয় নিতে হবে। ৪০ নাম্বারের অতিরিক্ত পেলে ওই নাম্বার যোগ করে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ (জিপিএ) করা হয়।
এ ব্যাপারে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম মিঞা বলেন, আগামী ২০১৫ শিক্ষাবর্ষে নতুন আরো দুইটি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর আগে ২০১৩ সালে নবম শ্রেণিতে আবশ্যিক হিসেবে ‘শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা’ বিষয় অন্তর্ভুক্ত করা হয়। তিনি জানান, ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীরা প্রথমবারের মতো ১৩শ’ নাম্বারের পরীক্ষায় অংশ নেবে।