ভারতের অন্ধ্রপ্রদেশ ‘চুম্বন বাবা’গ্রেপ্তার
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে ‘চুম্বন বাবা’ নামে পরিচিত এক গুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার অন্ধ্রের কাডাপা জেলার প্রোদ্দাতুর টাউন থেকে কথিত এই ‘চুম্বন বাবা’কে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি
আগত ভক্ত নারীদের অসুখ সারাতে ও সমস্যার সমাধান করতে জড়িয়ে ধরতেন ও চুম্বন করতেন বলে ‘চুম্বন বাবা’ হিসেবে পরিচিতি পান তিনি।আদালতে তোলার পর কথিত ওই ‘বাবা’কে দুই সপ্তাহ বিচার বিভাগের হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।মানসিকভাবে সুস্থ মনে না হওয়ায় তাকে একটি মানসিক হাসপাতালে পরীক্ষা করারও নির্দেশ দেয় আদালত।কথিত এই গুরুকে কাডাপা জেলায় জনপ্রিয় করে তোলার চেষ্টা করায় সুব্বা রেড্ডি নামের এক সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।মানুষের মাঝে ‘বাবার কীর্তি’ প্রচার করতেন সুব্বা। বাবা তাদের দুঃখ, দুর্দশা দূর করতে ও আর্থিক ও পারিবারিক সমস্যা সমাধান করে দিতে পারবেন বলে প্রচার করতেন তিনি।প্রোদ্দাতুর’র আইয়াপ্পা মন্দিদের পেছনের একটি ঘরে বসে দুমাস ধরে এই কথিত চুম্বন বাবা তার কর্মকাণ্ড শুরু করেন বলে জানা গেছে।আগত পুরুষদের হাতে একটি লেবু ধরিয়ে দিলেও আগত নারীদের জড়িয়ে ধরে চুম্বন করতেন তিনি।এসব দৃশ্য কয়েকটি টেলিভিশন চ্যানেলে তুলে ধরা হলে তার বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ।