বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বারাক ওবামাকে ‘বানর’ বলল উত্তর কোরিয়া

বারাক ওবামাকে ‘বানর’ বলল উত্তর কোরিয়া 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘বানর’ বলল উত্তর কোরিয়া। সনি পিকচারসের কমেডি সিনেমা দি ইন্টারভিউ নিয়ে ওবামার তোড়জোড়কে বাড়াবাড়ি অভিহিত করে এই তাচ্ছিল্য করে গোঁড়া বামপন্থী দেশ উত্তর কোরিয়া।   উত্তর কোরিয়ার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং সিনেমা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জন্য ওবামাকে দায়ী করেছে দেশটির জাতীয় প্রতিরক্ষা কমিশন। ওবামার আচরণকে ‘পাজি’র সঙ্গে তুলনাও করা হয়।   সনি পিকচারসের তৈরি দি ইন্টারভিউobama

সিনেমা হ্যাকিংয়ের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটি। তবে তাদের নেতাকে নিয়ে ব্যঙ্গ করে সিনেমা নির্মাণ করায় কঠোর প্রতিবাদ অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া।   হ্যাকিংয়ের ভয়ে ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে সনি কোম্পানি। কিন্তু ওবামা সনির ওপর চাপ প্রয়োগ করেন এবং বড়দিনে ওই সিনেমা মুক্তি দেয় কোম্পানিটি। ওবামার এহেন উদ্যোগে হতবাক হয় উত্তর কোরিয়া।   উত্তর কোরিয়া সরকারের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জাতীয় প্রতিরক্ষা কমিশন শনিবার অভিযোগ করেছে, দি ইন্টারভিউ মুক্তি দেওয়ার নেপথ্যে রয়েছেন বারাক ওবামা। এই ছবিকে তারা অবৈধ, প্রতিক্রিয়াশীল ও অসৎ বলে চিহ্নিত করেছেন।   ‘বনের উচ্ছৃঙ্খল বানরের মতো একনাগাড়ে কথা ও কাজ করে যাচ্ছেন ওবামা।’ উত্তর কোরিয়ার এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে। পুলিশের এই কর্মকর্তা উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য।   তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone