বউকে ভয় পান সাকিবও!
স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের নাম। ক্রিকেটে তার আগমন ও বিচরণ অনেকটাই রাজকীয়। ব্যাট হাতে তিনি যেমন প্রতিপক্ষের বোলারদের কড়া শাসন করতে পারেন। তেমনি বল হাতেও কাঁপন ধরিয়ে দিতে পারেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মনে।
ব্যাট ও বল হাতে সাহসী সৈনিক সাকিব আল হাসান।কিন্তু সাহসী সাকিবও একজনকে ভয় পান। যাকে ভয় পান- তিনি আর কেউ নন, তার প্রিয়তমা স্ত্রী উম্মে আহমেদ শিশির। শুক্রবার রাতে রমনা পার্কে অনুষ্ঠিত ‘বাংলাদেশ উৎসবে’আসেন সাকিব। সেখানে উপস্থাপক আব্দুর নূর তুষার তাকে নানান প্রশ্ন করেন। এক প্রশ্নে আব্দুর নূর তুষার বলেন, ‘শুনেছি ক্রিকেটাররা নাকি শিশিরকে ভয় পায়। আপনিও পান নাকি।’ জবাবে সাকিব বলেন, ‘বউকে একটু আধটু ভয় পাই।’নারায়ণগঞ্জের মেয়ে শিশিরের সঙ্গে সাকিবের পরিচয় ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে। পরিচয় থেকে প্রণয়। আর প্রণয় থেকে ২০১২ সালের স্মরণীয় তারিখ ১২.১২.১২ তে শিশিরের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেন সাকিব। তাদের দাম্পত্য জীবন বেশ সুখেই কাটছে।এ ছাড়া রমনা পার্কে সাকিব বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।