জিহাদের মৃতদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে প্রায় চারশ ফুট গভীরে একটি পাইপে পড়ে যাওয়া শিশু জিহাদকে (৪) দীর্ঘ ২৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে
শনিবার দুপুর ৩টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার জিহাদকে মৃত ঘোষণা করা হয়।
এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে।
ফায়ার সার্ভিসের ডিজি আলী আহমেদ খান বলেন, ‘পাইপের ভেতরে শিশু জিহাদের অস্তিত্ব মেলেনি।’
তবে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বন্ধ ঘোষণার পরপরই স্থানীয়রা চেষ্টা চালিয়ে জিহাদকে পাইপের ভেতর থেকে তুলে আনেন।
উল্লেখ্য, শিশুটি বন্ধুদের সঙ্গে খেলার এক পর্যায়ে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রেলওয়ের ওই পাইপে পড়ে যায়।