শিশু জিয়াদের ময়নাতদন্ত সম্পন্ন
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত পানির পাম্পের গর্তে আটকা পড়ে নিহত শিশু জিয়াদের ময়নাতদন্ত সম্পন্ন করেছে তিন সদস্যের মেডিক্যাল বোর্ড।প্রতিবেদনে মাথায় আঘাত, শ্বাসকষ্ট ও পরে পানিতে ডুবে জিয়াদের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়
রোববার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাবিবুজ্জামান চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।বোর্ডের অন্য দুই সদস্য হলেন- ঢামেক ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক শফিউজ্জামান খায়ের ও চিকিৎসক প্রদীপ।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার একটি পরিত্যক্ত পাইপে জিয়াদ (৪) নামে ওই শিশুটি পড়ে যায়। পরদিন শনিবার বেলা ৩টার দিকে স্বেচ্ছাসেবকরা ওই পাইপ থেকে জিয়াদের লাশ উদ্ধার করে। এর আগে ২৩ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের মহাপরিচালক উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করেন।