আওয়ামী লীগকেও কোথাও সমাবেশ করতে দেওয়া হবে নাঃরিজভী
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপিকে সমাবেশ করতে না দেওয়া হলে ক্ষমতাসীন আওয়ামী লীগকেও কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ
২০ দলীয় জোটকে দেশের কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না— আওয়ামী লীগের এমন মন্তব্যের প্রতিবাদে রিজভী রবিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।রিজভী আরও বলেন, ২০ দলীয় জোট সোমবার সারাদেশে হরতাল ঘোষণার পর সরকার টালমাটাল হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের আটক করছে। এ সময় ২০ দলীয় জোটের সোমবারের হরতাল সফল করার আহ্বান জানান তিনি।
Posted in: জাতীয়