দাফনের উদ্দেশে শরীয়তপুরের পথে জিহাদের লাশ
ময়নাতদন্ত শেষে গোসল করিয়ে তাকে কাফনের কাপড় পড়ানো হয়। জিহাদের মামা মনির হোসেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লাশ বুঝে নেন।জিহাদের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে শরীয়তপুরের গোসাইরহাই উপজেলার নাগরপুর গ্রামে।এর আগে তার ময়নাতদন্তের কার্যক্রম শুরু হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. হাবিবুজ্জামান চৌধুরীকে প্রধান করেগঠিত তিন সদস্যের চিকিৎসক প্যানেল এই ময়নাতদন্ত করেন।কমিটির অন্য দুই চিকিৎসক হলেন সদস্য সচিব ও সহকারী অধ্যাপক ডা. একে এম শফিউজ্জামান এবং ডা. প্রদীপ বিশ্বাস।শনিবার বেলা ৩টার দিকে দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর জিহাদেকে উদ্ধার করা হয়।