বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » লাইফ স্টাইল » শীতে পুরুষদের ত্বকের যত্ন!

শীতে পুরুষদের ত্বকের যত্ন! 

লাইফস্টাইল ডেস্ক : পুরুষ, তাই বলে তীব্র শীতেও ত্বকের অবহেলা? ব্যপারটি সবার পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। শুষ্ক আবহাওয়ায় টানটান ত্বকে চিড় ধরলে হাতের কাছে পাওয়া কোল্ড ক্রিম মেখে নেয়ার অভ্যাস অধিকাংশ পুরুষের। কিন্তু ত্বকের ময়লা পরিস্কার না করে ক্রিম লাগালে ব্রণ, র‌্যাশ, চুলকানি, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হওয়াসহ চামড়া ফেটে যেতে পারে। তাই এই শীতে আপনার ত্বকের সুস্থতায় দরকার একটুখানি যত্ন

boy

ত্বককে সুন্দর রাখতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো। এতে পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না। দুয়েকদিন পর পর পাতলা করে কাটা আলু মুখমণ্ডল ও গলায় ১০ মিনিট ঘষতে হবে। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের সজীবতা ফিরে আসবে।

মাসে অন্তত দুবার ফেসিয়াল করা উচিত। ফেসিয়াল করলে ত্বকের ব্লাক হেডস দূর হয়ে যায়। সেজন্য যাদের তৈলাক্ত ত্বক, তারা দুই চামচ কাঠবাদাম বাটা এবং মুগডাল গুঁড়ার সঙ্গে এক চা চামচ গোলাপজল দিয়ে পেস্ট করতে পারেন। এবার মুখ ও গলায় মেখে ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে আলতোভাবে ঘষে ধুয়ে নিন।

শুষ্ক ত্বকের অধিকারীরা দুই চা চামচ মুগডাল গুঁড়া, সমপরিমাণ ময়দা, দুই চামচ আর্মন্ড অয়েল, দুই চামচ প্রিপারমিন্ট ওয়েল, এক চামচ গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখ ও গলায় মেখে ২০ মিনিট রাখুন। এবার ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ময়শ্চারাইজার মাখুন। সপ্তাহে দুবার এভাবে ত্বকের পরিচর্যা করুন।

পেঁপে, গাজর, শসা, কমলা, আপেল পেস্ট করে ত্বকে লাগিয়ে রাখুন কিছুসময়। ১০ থেকে ১৫ মিনিট পর একটু টানটান হলে হালকা পানি দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। বাসায় এসব করতে না চাইলে যে কোনো জেন্টস পার্লার বা সেলুনে গিয়ে ত্বকের পরিচর্যা করাতে পারেন।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone