ফখরুলসহ ২৩ নেতাকর্মীর চার্জ শুনানি ২০ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শাহজাহানপুর থানার দ্রুত বিচার আইনের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ২৩ নেতাকর্মীর চার্জ শুনানি পিছিয়ে আগামী ২০ জানুয়ারি ধার্য্য করেছেন আদালত। রোববার এ দিন ধার্য্য করনা হয়। আসামি পক্ষের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা সাংবাদিকদের জানান, এ মামলার অন্যতম আসামি মোয়াজ্জেম হোসেন আলাল আটক থাকায় এবং সেজন্য তাকে আদালতে হাজির না করায় চার্জ শুনানি পিছিয়ে ২০ জানুয়ারি ধার্য্য করা হয়েছে।
এর আগে গত ১০ ডিসেম্বর এ মামলায় চার্জশিটের ওপর আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। বহু বিতর্কের পর আগামী ২৮ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ২৩ জন গুরুত্বপূর্ণ নেতার নামে এ মামলাটিতে চার্জশিট দাখিল করা হয়েছে।