নিষিদ্ধ হলেন ভারতের ওঝা
স্পোর্টস ডেস্ক : এবার অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হলেন ভারতের বাহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। আইসিসির পরীক্ষায় দেখা গেছে ওঝার কুনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। ওঝার নিষিদ্ধ হওয়ার বিষয়টি হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থাকে জানিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই। তার বোলিং অ্যাকশন শোধরানোর জন্য দ্রুত ব্যবস্থা নিতে যাচ্ছে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থা
এই নিষেধাজ্ঞার কারণে রঞ্জি ট্রফিতে আর খেলা হচ্ছে না তার। টেস্টে দ্রুততম সময়ে ১০০ উইকেট তুলে নেয়া বোলার ওঝা। গেল এক বছর ধরে নির্বাচকদের দৃষ্টির আড়ালে ছিলেন। তার বোলিং অ্যাকশনের বিষয় নিয়ে জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলেন। তাদের পরামর্শেই তিনি বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন।