বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসবে সিরিয়া
ইন্টারন্যাশনাল ডেস্কঃ চার বছর ধরে চলা গৃহযুদ্ধ বন্ধে দেশের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার ব্যাপরে আগ্রহ প্রকাশ করেছে সিরিয়া সরকার। আসন্ন মস্কো বৈঠকে এ নিয়ে দু পক্ষের মধ্যে আলোচনার একটি সম্ভবনা তৈরি হয়েছে। খবর: আল জাজিরা।
শনিবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন,‘মস্কোতে দেশের বিরোধী দলগুলোর সঙ্গে প্রাথমিক এবং গঠনমূলক যে কোনো ধরনের বৈঠক করতে প্রস্তুত রয়েছে সিরিয়া সরকার।’সিরিয়ার জনগণ এই গৃহযুদ্ধ বন্ধের জন্য মুখিয়ে আছেন বলেও তিনি মন্তব্য করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বিদ্রোহীদের প্রতি আলোচনার আহ্বান জানিয়ে বলেন,‘সিরিয়া সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে সবসময়ই প্রস্তুত, যাদের দেশের সার্বভৌমত্ব, সংহতি এবং স্বাধীনতায় আস্থা রয়েছে।’
তবে পশ্চিমা মদদপুষ্ট প্রধান বিরোধী জোট ‘সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন’ সরকারের সঙ্গে আলোচনার শর্ত হিসেবে বরাবরই প্রেসিডেন্ট বাশির আল আসাদের পদত্যাগ দাবি করে থাকে। সরকার তাদের এই মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।
মস্কো আলোচনা সম্পর্কে এই জোটের প্রধান হাদি আল হাহরা বলেছেন, তারা এতে যোগ দেয়ার বিষয়ে এখনো মনস্থির করতে পারেননি।তিনি বলেন,‘হাওয়ার ওপর আমরা কোনো আলোচনা করতে পারিনা।’ উল্টো তিনি প্রশ্ন করেন,‘আমাদের কেউ এ বৈঠকে অংশ নেযার আমন্ত্রণ জানায়নি। আমরা কি নিয়ে আলোচনা করব, কাদের সঙ্গে করব, তাদের উদ্দেশ্যই বা কি-এসব কিছুই স্থির হয়নি।’
সিরিয়ার সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে শান্তি আলোচনা শুরু করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে রাশিয়া।বৃহস্পতিবার মস্কো জানিয়েছে, রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার সরকার এবং বিরোধীদের মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। জানায়ারি মাসের শেষ নাগাদ এই আলোচনা শুরু হতে পারে।