রোনালদোর ঝুলিতে দুঙ্গার ভোট
স্পোর্টস ডেস্কঃ ফিফা ব্যালন ডি’অরের সর্বশেষ তালিকায় রয়েছেন ম্যানুয়াল নুয়ার,মেসি ও রোনালদো। তবে ভোটাভুটিতে রোনালদোর ধারে কাছে নেই কেউ।৭৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন রোনালদো। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ফিফা ব্যালন ডি’অরের পুরস্কারের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে ভোট দিয়েছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা।অনেকেই মনে করেছিলেন প্রতিবেশী হিসেবে ভোটটি মেসিই পাবেন
শুক্রবার ব্রাজিলের পোর্টো অ্যালেগ্রেতে এক সাংবাদিক সম্মেলনে দুঙ্গা বলেন, ‘আমি ক্রিশ্চিয়ানো রোনালদোকে সেরা ফুটবলারের খেতাব জয়ের জন্য ভোট দিয়েছি।’ অবশ্য সিআরসেভেনের জন্য ব্রাজিল কোচের ভোট পাওয়া নতুন নয়। গেল বছর ‘বিগফিল’ লুইস ফিলিপ স্কলারিও পর্তুগাল ইন্টারন্যাশনালের পাতে ভোট দিয়েছিলেন। যেবার দ্বিতীয় বারের মতো গ্রহের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন রোনালদো।
আগামী বছরের ১২ জানুয়ারি ২০১৪ সালের সেরা ফুটবলারের পুরস্কার ফিফা ব্যালন ডি’অর ঘোষণা করা হবে। যেখানে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, জার্মানির ম্যানুয়েল ন্যুয়ার এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রসঙ্গত, ফিফার সদস্য প্রত্যেকটি দেশের কোচ, ফুটবল দলের অধিনায়ক ও একজন করে নির্বাচিত সাংবাদিক সেরা তিন ফুটবলারের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বেছে নেয়ার সুযোগ পান।