বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » বাংলালিংক আনছে গুগল অ্যানড্রয়েড ওয়ান

বাংলালিংক আনছে গুগল অ্যানড্রয়েড ওয়ান 

প্রযুক্তি ডেস্কঃ   দেশের প্রথম অপারেটর হিসেবে বাংলালিংক; হ্যান্ডসেট কোম্পানি সিম্ফনির সঙ্গে যৌথ উদ্যোগে এবং গুগলের সহযোগিতায় গুগল অ্যানড্রয়েড ওয়ান হ্যান্ডসেট বাজারে নিয়ে আসছে।রোববার গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে এই নতুন হ্যান্ডসেটটির মোড়ক উম্মোচন করা হয়বাংলালিংকের হেড অব ভ্যাস, ডাটা এন্ড ডিভাইস ইরাম ইকবাল, সিম্ফোনির সিনিয়র ডিরেক্টর রেজোয়ানুল হক ও অ্যাসিসট্যান্ট ডিরেক্টর আশরাফুল হক অনাড়ম্বর এক অনুষ্ঠানে হ্যান্ডসেটটির মোড়ক উম্মোচন rupali-bank1-300x150

করেন।গুগল অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম এর মাধ্যমে উন্নয়নশীল দেশের বাজারগুলোতে সুলভ মূল্যে উচ্চ মানের আন্ড্রয়েড হ্যান্ডসেট এর প্রাপ্যতা নিশ্চিত হয়েছে। আন্ড্রয়েড ওয়ান ফোনগুলো আন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর সর্বশেষ ভার্সন এ আপগ্রেড হবার সুযোগ পাবে।এই ফোন, গ্রাহকদের নিত্যনতুন ফিচার , অ্যাপস, আকর্ষনীয় ডিজাইন, উচ্চ মানের সিকিউরিটি উপভোগের সুযোগ দিবে। এখন বাংলাদেশের গ্রাহকরাও হ্যান্ডসেট নির্মাতা সিম্ফনির মাধ্যমে এই ফোন হাতে পেতে যাচ্ছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone