সারাদেশে ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল চলছে
নিজস্ব প্রতিবেদক : ২০ দলীয় জোটের ডাকা সোমবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। আজ সকাল ৬টা থেকে শুরু হয়ে হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।সভা-সমাবেশে বাধা প্রদান ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দেশব্যাপী এ হরতাল ডেকেছে।হরতাল সফল করতে বিএনপি-জামায়াতসহ জোটের শরিক দলগুলো পৃথক পৃথক বিবৃতিতে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।এদিকে রাজনৈতিকভাবে হরতাল মোকাবিলা
করা হবে বলে ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন শামসুন্নাহার (৪৫) এবং তার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানজিমুল হক (২৫) ও মেয়ে আনিকা আক্তার (১৮)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ও পুরানা পল্টনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।উল্লেখ্য, গাজীপুরে ২০ দলের সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে শনিবার সন্ধ্যায় ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এক বৈঠকের পর সংবাদ সম্মেলন করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হরতালের ঘোষণা দেন।