বিএনপির কেন্দ্রীয় কার্যালায়ের সামনে অবস্থান পুলিশের
নিজস্ব প্রতিবেদকঃ ২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালকে ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সোমবার সকালে সরেজমিন দেখা যায়, ১১০ জন পুলিশ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যালায়ের সামনে অবস্থান নিয়েছেন
এ বিষয়ে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাইফুল রহমান বলেন, ‘হরতালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেন কোনো মিছিল-মিটিং কিংবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে পুলিশ সতর্ক আছে। যে কোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশ প্রস্তুত।’
এদিকে, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করে বলেছেন, ‘২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে।’