বিএনপি যদি সহিংসতা পরিহার না করে পরিণতি হবে ভয়াবহ
নিজস্ব প্রতিবেদকঃ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি যদি সহিংসতা পরিহার না করে তবে তাদের পরিণতি হবে ভয়াবহ। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সরকার জিরো টলারেন্স পদক্ষেপ গ্রহণ করবে। এ থেকে পিছু হটার কোনো সুযোগ নেই
সোমবার সোয়া ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না। দুই জনকে গ্রেফতার করা হয়েছে, যদি প্রয়োজন পড়ে আরো অনেককেই গ্রেফতার করা হবে। দেশের কোথাও হরতাল পালিত হচ্ছে না। আর এ হরতাল কেউ মানছে না।
জনগণের স্বাভাবিক কার্যক্রম চলছে বলেও দাবি করেন তিনি।