শেষ ম্যাচে জয় আর্সেনাল
স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে এ বছরে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। কিন্তু জয় হাতছাড়া হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির।ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় গানাররাঅপরদিকে, পুঁচকে বার্নলির সঙ্গে ২-২ গোলে ড্র করে বসে সিটিজেনরা।ওয়েস্টহামের ঘরের মাঠ বোলিন গ্রাউন্ডে খেলতে নামে আর্সেনাল। তবে প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেও কোনো দল গোল পাচ্ছিল না।
তবে, প্রথমার্ধের শেষ দিকে এসে দু’টি গোল আদায় করে নেয় গানাররা। এতেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।ম্যাচের ৪১ মিনিটের সময় পেনাল্টি থেকে আর্সেনালকে লিড এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার সান্তি কাজোরলা। এর মিনিট তিনেক পরেই ইংলিশ তারকা চ্যাম্বারলিন দারুণ দক্ষতায় ডি-বক্সের ডান প্রান্তে ঢুকে মাইনাস করলে পায়ের আলতো টোকায় গোল আদায় করে নেন ড্যানি ওয়েলব্যাক। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে গানাররা।ওয়েস্টহামের হয়ে একমাত্র গোলটি করেন চেইকো কোয়াটে। ৫৪ মিনিটের সময় জেমস টমকিনসের অ্যাসিস্ট থেকে তিনি গোল আদায় করে নেন।খেলার বাকি সময় আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়েঙ্গারের শিষ্যরা।অপর ম্যাচে নিজেদের মাঠে খেলেও জয় তুলে নিতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যদের।তবে, দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটের সময় নাটকীয়কার সূত্রপাত ঘটে। ড্যানিয়েল উইলিয়ানের অ্যাসিস্ট থেকে জর্জ বয়েড গোল করলে খেলায় ফেরে বার্নলি। নির্ধারিত সময় শেষ হওয়ার নয় মিনিট আগে স্বাগতিকদের স্তব্ধ করে দেওয়া গোলটি করেন অ্যাসলি বার্নস। এরপর অনেক চেষ্ট করেও আর লিড নিতে পারেনি ল্যাম্পার্ড-সিলভারা।ফলে এ বছর নিজেদের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয় পেলেগ্রিনির শিষ্যরা।