বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » সিরিয়ায় আইএস’র হাতে নিহত ২ হাজার

সিরিয়ায় আইএস’র হাতে নিহত ২ হাজার 

 ইন্টারন্যাশনাল ডেস্কঃ   সিরিয়ায় চলতি বছরের ২৮ জুন খিলাফত ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৮৭৮ জনকে হত্যা করেছে আইএস (ইসলামিক স্টেট) সদস্যরা। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য প্রকাশ করেছে

iss

খবর: আলজাজিরা।সংস্থাটি জানিয়েছে, সিরিয়ায় চলমান সংঘর্ষে আইএস’র হাতে এ পর্যন্ত ১ হাজার ১৭৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে চার শিশু ও আট নারীও রয়েছে।অবজারভেটরির দেওয়া তথ্যমতে, নিহত বেসামরিক নাগরিকেদের মধ্যে শৈতাত গোত্রের ৯৩০ সদস্য রয়েছে।সংস্থাটির দাবি, ৫০২ সেনা সদস্যকে হত্যা করেছে আইএস সদস্যরা। এ ছাড়া বিভিন্ন কারণে নিজেদের ১২০ যোদ্ধাকে হত্যা করেছে তারা। এর মধ্যে বেশিরভাগই বিদেশ থেকে যোগ দেওয়া যোদ্ধা।আইএস নিয়ন্ত্রিত অঞ্চল থেকে পালিয়ে আসা ৩০০ ব্যক্তির সাক্ষাৎকার ও বিভিন্ন সময়ে আইএস’র প্রকাশ করা ভিডিওর ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone