ব্যাঙ্গালুরুতে বোমা বিস্ফোরণে নিহত ১
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ভারতের ব্যাঙ্গালুরুতে রবিবার রাতে বোমা বিস্ফারণে এক নারী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।এমজি রোডের চার্চ স্ট্রিটে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় ঘটা ঘটনটি ঘটে।নিহত নারীর নাম ভবানী বালা (৩৮)। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
দুই সন্তানের জননী ওই নারী ক্রিসমাসের ছুটিতে চেন্নাই থেকে ব্যাঙ্গালুরুতে আসেন।ভাতিজা কার্তিকের (২৪) সঙ্গে হেঁটে যাওয়ার সময় ভবানী বোমার আঘাতের শিকার হন। মাথা ও ঘাড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।ভবানীর ১৫ বছর বয়সী এক ছেলে ও ১২ বছর বয়সী এক মেয়ে রয়েছে।
এ ঘটনায় কার্তিককেও আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।কর্নাটক রাজ্যের পুলিশ কমিশনার এমএন রেড্ডি জানিয়েছেন, ডিভাইসের মাধ্যমে এ বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী কেজে জর্জ এ ঘটনাকে ‘সন্ত্রাসবাদী কার্যক্রম’ আখ্যা দিয়ে শিগগিরই অপরাধীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন।কর্নাটক সরকারের পক্ষ থেকে নিহত ভবানীর পরিবারকে পাঁচ লাখ রুপি সহায়তার ঘোষণাও দেওয়া হয়েছে।