নিউজিল্যান্ডের বড় জয়
স্পোর্টস ডেস্কঃ ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে হেরে গেল সফরকারী শ্রীলঙ্কা। তারা প্রতিপক্ষ নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি। লংকানরা ৮ উইকেটে হেরে গেল স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গকিউইদের জয়ের জন্য ১০৫ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা
জবাবে ২ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। কেইন উইলিয়াসন ৩১ ও রস টেইলর ৩৯ রানে অপরাজিত থাকেন।এর আগে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪৪১ করে। প্রথম ইনিংস ব্রেন্ডন ম্যাককালাম ১৩৪ বলে ১৯৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। জবাবে লংকানরা ১৩৮ রানে অলআউট হয়।দ্বিতীয় ইনিংসেও শ্রীলঙ্কা ৪০৭ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে তাদের হয়ে সর্বোচ্চ ১৫২ রান করেন ওপেনার দিমুথ করুনারত। আর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ৬৬ রান করেন। শেষদিকে শামিন্দা এরেঙ্গার ৪৫ রানে অপরাজিত ছিলেন।নিউজিল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি ৪টি করে উইকেট নেন। ২ ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আর ম্যাচ সেরা হন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ।
–