সঙ্গীত জীবনে প্রবেশ করছেন শোয়েব আকতার
স্পোর্টস ডেস্কঃ পাক ক্রিকেটের অন্যতম সেরা পেসার শোয়েব আকতার। ক্রিকেটীয় জীবনে বল হাতে তিনি ঘায়েল করেছেন বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের। বাউন্সার দিয়ে প্রতিনিয়ত ভীতি সৃষ্টি করেছেন তাদের মনে। নানা বিতর্কের জন্ম দিয়ে ক্রিকেটও ছেড়েছেন অনেক আগেই। বাইশ গজ ছেড়ে এবার সঙ্গীত জীবনে প্রবেশ করতে যাচ্ছেন পাকিস্তানের সবচেয়ে দ্রুতগতির এ পেসারক্রিকেট ছাড়ার পর পাকিস্তানের একটি সার্ভিস দলের কোচের দায়িত্ব পালন ছাড়া ইদানিং টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবেও কাজ করছেন পাক ক্রিকেটের ডানহাতি এ পেসার
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েবের এবার অভিষেক হতে যাচ্ছে ‘গায়ক’ হিসেবে। সিনেমার গানে প্লেব্যাক করছেন তিনি। পাকিস্তানের জিও সুপার চ্যানেলে পরিবেশিত খবরে এমনই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের দেশাত্ববোধক ‘সায়া-এ-খুদা এ জুলজালাল’ সিনেমাতে প্রথম গান রেকর্ড করে সঙ্গীত জগতে প্রবেশ ঘটেছে আখতারের। পাকিস্তান তথা বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলার হিসেবে ভক্তদের মনে জায়গা করতে পেরেছিলেন খুব সহজেই। পাকিস্তান ছাড়াও অন্য দেশগুলোতেও ভক্তের অভাব নেই তার। এবার সঙ্গীত দিয়ে ভক্তদের মনে কতটুকু জায়গা করে নিতে পারেন সেইটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।
পাকিস্তানের দেশাত্ববোধক ‘সায়া-এ-খুদা এ জুলজালাল’ সিনেমাতে প্রথম গান রেকর্ড করে সঙ্গীত জগতে প্রবেশ ঘটেছে আখতারের। পাকিস্তান তথা বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলার হিসেবে ভক্তদের মনে জায়গা করতে পেরেছিলেন খুব সহজেই। পাকিস্তান ছাড়াও অন্য দেশগুলোতেও ভক্তের অভাব নেই তার। এবার সঙ্গীত দিয়ে ভক্তদের মনে কতটুকু জায়গা করে নিতে পারেন সেইটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।
Posted in: খেলা