বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সারাদেশে বছরের শেষ হরতাল চলছে

সারাদেশে বছরের শেষ হরতাল চলছে 

নিজস্ব প্রতিবেদকঃ    মানবতা বিরোধী অপরাধে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করায়  বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে বছরের শেষ হরতাল চলছে। hortal

চলবে সন্ধ্যা সাড়ে ৫টা পযন্ত।বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় প্রথম দিনের হরতাল শেষে সাড়ে ১২ ঘণ্টা (বুধবার রাত) বিরতি দিয়ে বছরের প্রথম দিন বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দ্বিতীয় দিনের হরতাল শুরু হবে। চলবে ওই দিন সন্ধ্যা সাড়ে ৫টা পযন্ত।এদিকে হরতাল ঘোষণার পরপরই মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর মিরপুর, নবাবপুর, উত্তরা, মগবাজারসহ বিভিন্ন জায়গায় মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। উত্তরাসহ কয়েক জায়গায় বেশ কিছু গাড়ি ভাঙচুর করে তারা।এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে জামায়াত-শিবির মঙ্গলবার বিকেল থেকে মিছিল, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পিকেটিং করে বলে স্থানীয় প্রতিনিধিরা নিশ্চিত করেন।এ দিকে জামায়াতের ডাকা হরতালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone