ফখরুলসহ ৪৬ জনের পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি
বুধবার মহানগর হাকিম আতাউল হক আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে এ দিন ধার্য করেন।মামলাটি হাইকোর্টের শুনানির অপেক্ষায় থাকায় এবং কারাগার থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আদালতে হাজির না করায় আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে চার্জ শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেআজ আদালতে বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬ জন উপস্থিত ছিলেন। এ ছাড়া জামায়াত নেতা মকবুল হোসেনসহ এ মামলার চারজন আসামি পলাতক রয়েছেন.মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান।তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল মজুমদার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।