দুবছর বয়সী শিশু পুত্রের ছোঁড়া গুলিতে মায়ের মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ মাত্র দুবছর বয়সী শিশু পুত্রের ছোঁড়া গুলিতে মায়ের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের আইদাহো রাজ্যের সুপারশপ ওয়ালমাটে কেনাকাটা করার সময় এ দুর্ঘটনা ঘটে।
ভেরোনিসা জে রুতরেজ (২৯) সুপারশপে কয়েকটি শিশুকে সঙ্গে নিয়ে কেনাকাটা করছিলেন। লাইসেন্স আগ্নেয়াস্ত্র ছিলো তার ব্যাগে। কেনাকাটার কোনো এক ফাঁকে ছোট শিশুটি অস্ত্র নিয়ে নাড়াচাড়ার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রিগারে চাপ লেগে বেরিয়ে যাওয়া গুলিতেই মৃত্যু হয় রুতরেজের। ঘটনার সময় সে দোকানের পেছনে ইলেকট্রনিক্স পন্যের বিভাগে দ্রব্য দেখছিলেন
।
ঘটনার পর ওয়ালমাটের ওই শাখা বন্ধ ঘোষনা করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সুপারমার্কেটের ধারনকৃত ভিডিও দেখে কর্মকর্তারা জানান, এটি একটি নিছক দুর্ঘটনা।