চীনে গ্যাস বিস্ফোরণে নিহত ১৭
ইন্টারন্যাশনাল ডেস্কঃ চীনের ফোসহানের দক্ষিণাঞ্চলীয় এক শহরে অটো পার্টস কারখানায় গ্যাস বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন। চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে
ফোসহানের জেলা কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) সকালের ওই বিস্ফোরণের পর উদ্ধার কার্যক্রম চলছে। ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। চীনের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ফুহুয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানির ওই কারখানায় তিনবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে কারখানার দেয়াল ও ছাদ ধসে পড়ে। বিস্ফোরণে কারখানাটির পাশে অবস্থিত গ্লাস কারখানা ও অন্য প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়।